বাংলাদেশে এসে পৌঁছেছে আর্জেন্টিনা জাতীয় কাবাডি দল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার (১০ মার্চ) ঢাকায় এসে পৌঁছায় তারা।
এ দেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। চলতি বছর মেসিদের আসার কথা রয়েছে বাংলাদেশে। তবে তার আগেই মেসির দেশের কাবাডি দল এসেছে ঢাকায়।
বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আসার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু তখন নানা জটিলতায় আসা হয়নি তাদের। তবে এবার নিশ্চিতভাবে বঙ্গবন্ধু কাপ কাবাডিতে দেখা যাবে তাদের।
এবারের বঙ্গবন্ধু কাপ কাবাডিতে মোট অংশ নিবে ১১ দল। কয়েক ঘন্টা পর চাইনিজ তাইপে পৌছানোর কথা। এছাড়া আগামীকাল ৮ দল ও ইংল্যান্ডের আসার কথা ১৪ মার্চ।