প্রায় ১২ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে। ভারত এ বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। এই আসরে টিম ইন্ডিয়া এক দশকের বেশি সময় ধরে ট্রফি জয়ের খরা শেষ করতে চায়। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান। এর কারণও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ‘স্পটস টক’-এর সঙে আলাপকালে বলেছেন, ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। কিন্তু পাকিস্তানকে অবমূল্যায়ন করা যাবে না।
এ সময় তাকে যখন প্রশ্ন করা হয়, পাকিস্তান কি বিশ্বকাপ জয়ের ফেবারিট?
তিনি বলেন, "আমাদের দল অসাধারণ। আমাদের অধিনায়ক একজন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের বিশ্বের সেরা পেস বোলিং আক্রমণ আছে।”
ওয়াসিম আকরাম আরও বলেন, শাহিন আফ্রিদি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। টানা দ্বিতীয়বারের মতো দলকে পিএসএল শিরোপা জিতিয়েছেন তিনি। এখন তিনি একজন অলরাউন্ডার হিসেবেও পারফর্ম করছেন। এরপর আছেন হারিস রউফ ও নাসিম শাহ। মোহাম্মদ হাসনাইন আছেন, এহসানউল্লাহ একজন দুর্দান্ত তরুণ ফাস্ট বোলার।
এ বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের সব ম্যাচই হবে ভারতে। ২০১১ সালের বিশ্বকাপে ভারতের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিছু ম্যাচ আয়োজন করেছিল। এর আগে ১৯৮৭ সালের বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কা ১৯৯৬ সালের বিশ্বকাপে আয়োজক ছিল। ভারতে আয়োজিত ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেও উঠেছিল।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































