• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারী ক্রিকেটারদের ‘আলিঙ্গন’, ‘মন্দ স্পর্শ’: জাহানারার অভিযোগর জবাবে কী বলছেন মঞ্জুরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:৪৯ এএম
নারী ক্রিকেটারদের ‘আলিঙ্গন’, ‘মন্দ স্পর্শ’: জাহানারার অভিযোগর জবাবে কী বলছেন মঞ্জুরুল

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগে আলোচনায় এসেছেন বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। জাহানারা সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল নারী ক্রিকেটারদের প্রতি অনুপযুক্ত আচরণ করতেন, এমনকি ‘মন্দ স্পর্শ’ করতেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য–সংক্রান্ত তথ্য জানতে চাইতেন।

তবে এসব অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছেন মঞ্জুরুল ইসলাম। বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি দেশে ফিরে তদন্ত কমিটির সামনে হাজির হতে প্রস্তুত।

গণমাধ্যমকে মঞ্জুরুল বলেন, সব অভিযোগই মনগড়া। আমি কখনো কোনো নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণ করিনি। তদন্ত হলে আমি নিজেই সব ব্যাখ্যা দেব।

তিনি ব্যাখ্যা দেন, দলের ম্যানেজার হিসেবে ফিজিওর মাধ্যমেই খেলোয়াড়দের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পাওয়া যেত, তাই সরাসরি কোনো ক্রিকেটারের কাছ থেকে এসব জানতে চাওয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমি কখনো কোনো খেলোয়াড়কে সরাসরি এ ধরনের কিছু জিজ্ঞেস করিনি। যদি এমন কিছু ঘটত, তাহলে তাদের সতীর্থরা নিশ্চয়ই তা জানাত বা প্রতিবাদ করত।

জাহানারা অভিযোগ করেছেন, মঞ্জুরুল উৎসাহ দেওয়ার নামে খেলোয়াড়দের আলিঙ্গন করতেন বা অনুপযুক্তভাবে স্পর্শ করতেন। তবে মঞ্জুরুল এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো আচরণ আমি করিনি। রাষ্ট্রীয় বা বিসিবির যেকোনো তদন্তে আমি অংশ নিতে প্রস্তুত আছি। তদন্ত কমিটি যেভাবে ডাকবে, আমি আসব।

সাবেক এই বাঁহাতি পেসার আরও বলেন, তার কঠোর শৃঙ্খলা বজায় রাখার স্বভাবের কারণে হয়তো কেউ কেউ তাঁর প্রতি ক্ষুব্ধ হতে পারেন।

মঞ্জুরুল বলেন, আমি সব সময় নিয়মশৃঙ্খলায় বিশ্বাস করি। খেলোয়াড়দের খাওয়াদাওয়া ও ফিটনেস নিয়ে কঠোর ছিলাম। এটা যদি অপরাধ হয়, তাহলে শাস্তি মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।”

উল্লেখ্য, জাহানারা দাবি করেছেন ২০২২ সালে তিনি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে লিখিতভাবে সব জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মঞ্জুরুলের বক্তব্য, তাঁকে বোর্ডের পক্ষ থেকে কখনোই এই অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে বিসিবি ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। বোর্ড জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কাউকে দোষী বা নির্দোষ বলা হবে না এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদনে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

Link copied!