• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

হঠাৎ অবসরের কারণ জানালেন আসগর আফগান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৮:৪৮ পিএম
হঠাৎ অবসরের কারণ জানালেন আসগর আফগান

বিশ্বকাপের মাঝপথেই অবসর নিলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। আফগানিস্তানের অন্যতম সেরা অধিনায়ক নামিবিয়া ম্যাচের পর আর আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলবেন না। চোখের জলে মুছতে মুছতে নিজেই কারণ জানালেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩১ রানের ইনিংস খেলেন আসগর। নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার সময় গার্ড অব অনার দিয়েছে প্রতিপক্ষরা। এমনকি আউট হয়ে সাজঘরে যাওয়ার সময় সতীর্থদের কাছ থেকেও পেয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর তাকে কাঁধে নিয়ে ঘুরতেও দেখা যায়। 

ইনিংস শেষে আসগর আফগান বলেন, “তরুণদের সুযোগ দিতে চাই। আমার মনে হয় এটাই সেরা সময়। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, এখন কেন অবসর নিলাম। কিন্তু সেটা আমি ব্যাখ্যা করতে পারব না। শেষ ম্যাচে আমরা খুবই আশাহত হয়েছিলাম। তার পরেই অবসরের চিন্তা মাথায় আসে।”

২০০৯ সালে অভিষেক হয় আসগরের। অধিনায়ক হিসেবে টি২০ ক্রিকেটে ম্যাচ জয়ের সংখ্যায় টপকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকেও। 

জাতীয় দলে অনেক স্মৃতি রয়েছে জানিয়ে আসগর বলেন, “অনেক স্মৃতি রয়েছে। আমার জন্য কঠিন, তবে অবসর তো নিতেই হবে।”

Link copied!