• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

সাকিব-মুশফিকের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৫০ পিএম
সাকিব-মুশফিকের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে চাপে পড়ে টাইগাররা। মুজারাবানির বোলিং তোপে শুরুতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে সাইফ হাসান রানের খাতা খোলার আগেই মুজারাবানির বল সোজা ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন।

সাইফের উইকেটের শিকারের মাধ্যমে হিথ স্ট্রিকের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের প্রথম ওভারে উইকেট শিকারির ইতিহাস গড়েন। এরপর তৃতীয় স্লিপে কাইল মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ২ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত।

ভঙ্গুর দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম। ভালো খেলতে থাকা সাদমান ৪টি চারের মাধ্যমে ২৩ রান করেন। ২১তম ওভারে এসে অধিনায়ক টেইলরের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

অধিনায়ক মমিনুল দরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আরেকটি ফিফটি তুলে নেন। টাইগারদের ভরসার পাত্র মুশফিকুর রহমান ব্যক্তিগত ১১ রান করে আউট হন। এর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দলের বিপদে হাল ধরতে নেমে দলকে বিপদে ফেলে আউট হন। তিনি ৩ রান করে নাইয়াসির বলে চাকাবার হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ১২১ রান। ব্যাট করছেন মুমিনুল হক (৬০*) ও লিটন দাস (৮*)।

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!