• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

মাথায় বল লাগায় হাসপাতালে আজম খান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৭:২৭ পিএম
মাথায় বল লাগায় হাসপাতালে আজম খান 

অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন পাকিস্তান দলের হার্ড-হিটার ব্যাটসম্যান আজম খান। মাথায় চোটের কারণে হাসপাতালে নেওয়া হয় তাকে। আজম খানের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২২ বছর বয়সী এ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তরুণ এ ব্যাটসম্যানের। 
 
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, 'সাবেক পাকিস্তানি লিজেন্ড উইকেট কিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান শুক্রবার (৩০ জুলাই) অনুশীলনের সময় এক পেসারের বাউন্সারে মাথায় আঘাত পান। সে সময় তিনি অবশ্য হেলমেট পরা ছিলেন। তাই কনকাশনের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ঘটনার পর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়।' 

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'নিউরোসার্জনের নির্দেশনা অনুযায়ী আজম খানকে হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে সোমবার (২ আগস্ট) ছাড় পাওয়ার কথা রয়েছে তার। তিনি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন কিনা তা ডাক্তারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৯ ওভার ব্যাটিং করতে পারলেও বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শনিবার (৩১ জুলাই)। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ আগস্ট। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত খেলে জাতীয় দলে জায়গা করে নেন আজম খান। তার বাব মঈন খান ছিলেন পাকিস্তান দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

পাকিস্তানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে দলের পক্ষে এখনো বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি।

Link copied!