• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বাংলাদেশি ধারাভাষ্যকারের আধিক্য আসন্ন সিরিজে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৬:৫৩ পিএম
বাংলাদেশি ধারাভাষ্যকারের আধিক্য আসন্ন সিরিজে

স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য প্যানেলের চূড়ান্ত নাম প্রকাশ করা হয়েছে। এই সিরিজে ধারাভাষ্য আধিপত্য থাকছে বাংলাদেশী ধারাভাষ্যকারদের। ৫ জন ধারাভাষ্যকারদের মধ্য এবার তিন জনই বাংলাদেশী সাথে থাকবে ২ জন বিদেশী।

৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে বাংলাদেশি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী ও মাজহার উদ্দিন অমি। আর বিদেশী ধারাভাষ্যকার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার পারভেজ মাহারুফ ও ভারতের আনজুম চোপড়া। 

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সফরেও অস্ট্রেলিয়ার কোন ধারাভাষ্যকার ছিল না। অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টিনের কঠোর নিয়মকানুনের কারণেই বিদেশ সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ধারাভাষ্য প্যানেল-  

১. আতহার আলী খান (বাংলাদেশ)
২. শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ)
৩. মাজহার উদ্দিন অমি (বাংলাদেশ)
৪. আনজুম চোপরা (ভারত)
৫. ফারভেজ মাহারুফ (শ্রীলঙ্কা)

Link copied!