• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় আক্রান্ত ক্রুনাল, স্থগিত টি-টোয়েন্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৬:২৭ পিএম
করোনায় আক্রান্ত ক্রুনাল, স্থগিত টি-টোয়েন্টি

স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি করোনার কারনে স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় কলম্বোতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে যাচ্ছে ম্যাচটি। এতে একদিন পিছিয়ে যাচ্ছে ম্যাচটি।    

ক্রুনালের করোনা আক্রান্তের খবরে ক্রিকইনফো জানিয়েছে, "ক্রুনালের সংস্পর্শে এসেছিলেন আরও আটজন। তাঁদের সবাইকেই নেওয়া হয়েছে আইসোলেশনে। ক্রিকবাজ জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টি পিছিয়ে এখন হবে আগামীকাল বুধবার। আর তৃতীয় টি-টোয়েন্টি হতে পারে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার।"

ভারতের পুরো দলকে পরের ম্যাচের আগে আবার করোনাভাইরাস পরীক্ষা করানোর কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে শ্রীলঙ্কা দলের সবার এলেই বুধবার সকালে তাদের আবার পরীক্ষা করা হবে।  

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে এগিয়ে আছে সফরকারীরা। 

Link copied!