• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আঙুলের চোটে শেষ মুশফিকের ডিপিএল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৫০ পিএম
আঙুলের চোটে শেষ মুশফিকের ডিপিএল

গতকাল মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী লিমিটেড। উইকেটের পেছনে থাকার সময় ফিল্ডারের ছোড়া বল সরাসরি এসে মুশফিকের হাতের আঙুলে লাগে। খেলা শেষ করে উঠলেও পরে এক্স-রে করে দেখা গেলো, বাঁ হাতের তর্জনীতে চিড় ধরেছে। ফলে ডিপিএলে মুশফিককে আর পাচ্ছে না আবাহনী। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষেও মুশফিক খেলবেন কি না, তা নিয়েও জেগেছে শঙ্কা।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, মুশফিকের চোট খুব একটা গুরুতর না হলেও এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে হবে। হেয়ারলাইন ফ্র্যাকচার হওয়ার কারণে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দ্রুত সেরে ওঠার ব্যাপারে আস্থা রাখা যায়। আবাহনীর আর বাকি তিন ম্যাচ, বর্তমানে আছে দ্বিতীয় অবস্থানে। ১২ ইনিংসে মুশফিক ৩৮.১৪ গড়ে এবং ১৩০.২৪ স্ট্রাইক রেটে মোট ২৬৭ রান করেছেন। 

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি চেয়েছিলেন মুশফিক। তবে এর আগে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। তাই লাল বলের ফরম্যাটের বিশ্বস্ত এই ব্যাটসম্যান আগামী সোমবার দলের সঙ্গে ফ্লাইটে উঠবেন কি না, এই চোটের কারণে সেটি এখনো নিশ্চিত নয়।

Link copied!