• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সাফল্য কাজে আসবে বাংলাদেশের?


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১১:০৫ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সাফল্য কাজে আসবে বাংলাদেশের?

গত আগস্ট মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত এবং ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। ঘরের মাঠের এই সাফল্য বিদেশের মাটিতে কতটা ফলপ্রসূ হবে?

মিরপুরের মাঠে নিজেদের উইকেটে বেশ দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো টি-টোয়েন্টিতে দক্ষ ও শক্তিশালী দলকে ধরাশায়ী করেছে। ধারাবাহিক জয় দলের আত্মবিশ্বাসের জায়গা মজবুত করলেও বিশ্ব অঙ্গনে টাইগারদের এই আত্মবিশ্বাস ফিকে হয়ে গেছে। এবারের বিশ্বকাপে প্রাপ্তি বলতে কেবল প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া পার হওয়া। মূল পর্বে বাংলাদেশের জয় যেন অলীক কল্পনা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও মিরপুরের উইকেট থেকে দুবাইয়ের উইকেট সম্পূর্ণ আলাদা। টাইগার বোলার তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শোচনীয় পরাজয়ের পর বলেছিলেন মিরপুরের উইকেট স্পোর্টিং উইকেট না। ফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সাফল্য আসেনি তাদের। তবে মাত্র তিন মাস আগেই অজিদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশকে খানিক বাড়তি আত্নপ্রত্যয়ী করে তুলবে নিঃসন্দেহে। সেমি ফাইনালের স্বপ্ন শেষ হলেও মাহমুদউল্লাহরা কেবল একটি জয় চাইছে।

Link copied!