• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সুইজারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুর যন্ত্রের অনুমোদন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৬:৪৪ পিএম
সুইজারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুর যন্ত্রের অনুমোদন

মরণব্যধিতে আক্রান্ত কিংবা মরণেচ্ছু ব্যক্তিদের যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যুর সুযোগ দিতে একটি নতুন যন্ত্র অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ড। সারকো মেশিন নামের এই যন্ত্রটি বৈজ্ঞানিক উপায়ে দ্রুততম সময়ের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ক্যাপসুলের মত দেখতে এই যন্ত্রে প্রবেশের পর শুরুতে মানবদেহে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেওয়া হবে। একইসঙ্গে রক্ত কমে যাবে কার্বন-ডাই-অক্সাইডের।

এই প্রক্রিয়ায় শরীর অচেতন হয়ে পড়ায় পেশিশক্তি ব্যবহার কোন সুযোগ থাকে না। ফলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বেন স্বেচ্ছামৃত্যুর ইচ্ছাপোষণকারী ব্যক্তি।

এক মিনিটেরও কম সময়ে এই ‘যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু’ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর নির্মাতা স্বেচ্ছাসেবী সংগঠন এক্সিট ইন্টারন্যাশনাল। এর প্রতিষ্ঠাতা ফিলিপ নিৎসে এই যন্ত্র উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন।

নিৎসে জানান, মানুষকে ‘শান্তিপূর্ণ’ ও ‘যন্ত্রণাহীন’ স্বেচ্ছামৃত্যুর সুযোগ দেবে সারকো। এর মাধ্যমে আইনিভাবে স্বেচ্ছামৃত্যুর স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি আনলো সুইজারল্যান্ড।

যদিও এই পদক্ষেপের বিরুদ্ধে অনেকেই আত্মহত্যায় উৎসাহিত করার অভিযোগ তুলেছেন।

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!