• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মালদ্বীপে হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৭:৩৩ পিএম
মালদ্বীপে হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

মালদ্বীপের ধানগেথি দ্বীপে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে শাহ আলম ওরফে সেলিম মিয়া (২৯) নামের এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আভাসের খবরে বলা হয়, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বাংলাদেশি ধানগেথি দ্বীপে মাহমুদ আবুবাকুরুর (৫৭) নামের এক ব্যবসায়ীর দেখাশোনার কাজ করতেন। গত ১৫ অক্টোবর দ্বীপের একটি পরিত্যক্ত বাড়ির কুয়া থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এর পরদিন সেলিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, আটক সেলিমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মরদেহের প্রতি অবমাননার অভিযোগে মামলা হয়। এরপর তদন্ত চলাকালে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আদালতে দুটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন সেলিম।

রায় ঘোষণার আগে নিহত মাহমুদ আবুবাকুরুর পরিবারের জবানবন্দি নেন আদালত। সেখানে তারা আদালতের কাছে এই হত্যার দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে ক্ষতিপূরণ নেওয়ার বিষয়টিও নাকচ করেন নিহতের পরিবার।

এদিকে মরদেহের অবমাননার দায়ে সেলিমকে এক মাস ২৪ দিন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ বিষয়ে বিচারক বলেছেন, “ইতোমধ্যে সেলিম এ পরিমাণ সময় কারাগারে কাটিয়েছেন। ফলে তাকে নতুন করে আর সাজা পেতে হবে না।”

Link copied!