• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

মালদ্বীপ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৭:২৯ পিএম
মালদ্বীপ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
ফাইল ফটো

মালদ্বীপে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া চালু হয়েছে। এ সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করেছে সে দেশের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।

বৈধকরণের জন্য ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Link copied!