• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

আরও দুই হজযাত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০২:৪৫ পিএম
আরও দুই হজযাত্রীর মৃত্যু

হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু হওয়া হজযাত্রীরা হলেন— মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মত রামুজা বেগম (৫৪)। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে চার বাংলাদেশির মৃত্যু হলো।

শনিবার (১৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জয়পুরহাট সদরে মো. হেলাল উদ্দিন মোল্লার বাড়ি। তার পাসপোর্ট নম্বর ‘EE0385376’। হেলাল উদ্দিন মোল্লার মৃত্যু হয়েছে শুক্রবার (১৭ জুন)। অপরদিকে রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর ‘BW0843328’। তার মৃত্যুও শুক্রবার হয়েছে।

এর আগে ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) নামের এক বাংলাদেশি হজযাত্রী। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। তার পাসপোর্ট নম্বর ‘EF 0758006’।

আর ১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের বাংলাদেশি হজযাত্রী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

প্রবাস বিভাগের আরো খবর

Link copied!