• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যে প্রবেশে লাগ‌বে ক‌রোনার ‌নে‌গে‌টিভ সা‌র্টি‌ফি‌কেট


মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:৫৪ এএম
যুক্তরাজ্যে প্রবেশে লাগ‌বে ক‌রোনার ‌নে‌গে‌টিভ সা‌র্টি‌ফি‌কেট

যুক্তরাজ্যগামী ভ্রমণকারীদের দেশ‌টি‌তে প্রবেশে ক‌রোনার নে‌গে‌টিভ সা‌র্টি‌ফি‌কেট দেখা‌তে হ‌বে। শ‌নিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশ‌টির সরকার এ ঘোষণা দেয়।

বিশ্বব্যা‌পী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আত‌ঙ্কের ম‌ধ্যেই যুক্তরাজ্য সরকা‌রের পক্ষ থেকে এ ঘোষণা আসে। বাংলা‌দেশসহ সব দে‌শের ক্ষে‌ত্রে সিদ্বান্ত‌টি কার্যকর হ‌বে।

যুক্তরা‌জ্যের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ জা‌নি‌য়ে‌ছেন, ইউকেগামী ভ্রমণকারীদের একটি কোভিড পরীক্ষা করতে হবে। যুক্তরাজ্যে প্রবেশের সময় নে‌গে‌টিভ সা‌র্টি‌ফি‌কেট দেখা‌তে হ‌বে। এ সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কঠোরভাবে কার্যকর হবে। ১২ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে যুক্তরাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে একটি পরীক্ষা করাতে হবে।

সাজিদ জাভিদ আরও জানিয়েছেন, যুক্তরাজ্যে পৌঁছানোর দুই দিনের মধ্যে পুনরায় করোনা টেস্ট করাতে হবে। এবং পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে।

তি‌নি আরও জানান, সোমবার থেকে নাইজেরিয়াকে লাল তালিকায় যুক্ত করা হবে। সেখান থেকে আগত ব্যক্তিদের অবশ্যই ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

Link copied!