• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

৯৯৯-এ মুরাদের স্ত্রীর ফোনে বাসায় পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৫:৪৪ পিএম
৯৯৯-এ মুরাদের স্ত্রীর ফোনে বাসায় পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।

বৃহস্পতিবার ডা. জাহানারা ফোন করে জানান, তাকে তার স্বামী মুরাদ হাসান মারধর করছেন। এমনকি প্রাণনাশের হুমকি দিয়েছেন।

৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি দল মুরাদ হাসানের ধানমন্ডির বাসায় যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, “৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী জাহানারা এহসান। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!