• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২২, ১২:১৪ পিএম
ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ধরে ৪ জনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে মো.  রুবেল (৩০) নামের একজনের মৃত্যু হয়ে।

রোববার (১ মে) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মা মনোয়ারা বেগম জানান, প্রতিবেশী ভাড়াটিয়া মোবারক নামের এক ছেলেকে কয়েকজন মিলে মারধর করে বাড়িঘর ভাঙচুর করছে। এ সময় তাকে কেন মারছেন জিজ্ঞেস করাতেই তার ছেলেসহ ৪ জনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তার ছেলেসহ বাকিদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।  

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Link copied!