রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কা ইউসুফ মিয়া (২০) নামের এক পাঠাও চালক নিহত হয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউসুফ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামের আনসার মিয়ার ছেলে। তিনি রাজধানীর উত্তরা-৯-এর ৭ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
নিহত ইউসুফের বন্ধু শাহীন জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর ফুটওভারব্রিজের নিচে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।