• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

পেশওয়ারাইন রেস্তোরাঁর দুই ম্যানেজার গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৪:২৮ পিএম
পেশওয়ারাইন রেস্তোরাঁর দুই ম্যানেজার গ্রেপ্তার
পেশওয়ারাইন রেস্তোরাঁ। ছবি : সংগৃহীত

রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্তোরাঁটির দুই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই রেস্তোরাঁ থেকে চারটি গ্যাস সিলিন্ডার, একটি ভাঙা গ্যাসের চুলা ও ১০০ লিটারের একটি পাতিল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন সালাউদ্দিন আহম্মেদ (২৯) ও সাইফুল ইসলাম ওরফে শিমুল (৩০)।

পুলিশ জানিয়েছে, পেশওয়ারাইন রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্তোরাঁর নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার এবং চুলা ব্যবহার করেছেন। রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে অসাবধানতা, অবহেলা, বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণ এবং বিপজ্জনকভাবে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় ১ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (৪ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে ডিএমপির ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. এস এম শামীম জানান, ১ মার্চ রাত ১০টা ১০ মিনিটের দিকে ওয়ারীর পেশওয়ারাইন রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের কয়েকটি টহল টিম কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Link copied!