• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৯:২৯ এএম
সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা লাগা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!