• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্ব দিচ্ছেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৫:৪৭ পিএম
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্ব দিচ্ছেন যারা
সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

দেশে ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের জানান দেয় নতুন এই দলটি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান। তিনি দলটির কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরেন।

সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলটি, এমনটাই দাবি করেছেন মো. এহতেশাম উল হক। তিনি বলেন, “দলের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল।”

এহতেশাম উল হক আরও বলেন, “আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।”

দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এহতেশাম উল হক। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!