• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভিসা ও ফুটবল নিয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে যে চুক্তি হলো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:০৬ পিএম
ভিসা ও ফুটবল নিয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে যে চুক্তি হলো

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পক্ষের মধ্যে এসব চুক্তি সমঝোতা স্মারক সই হয়।

এরপর দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়ে।

বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও ফুটবল সহযোগিতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির সমঝোতা স্মারক সই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এটি আমাদের জন্য সুসংবাদ। বাংলাদেশের অনেক লোক মেসির ভক্ত। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আগামীতে সম্পর্ক আরও বাড়বে।”

সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সফরের প্রথম দিন বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। এতে দীর্ঘ ৪৫ বছর পর আবারও বাংলাদেশে  আর্জেন্টিনার মিশন চালু হলো।

Link copied!