• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬
কোটা সংস্কারের দাবি

নতুন কর্মসূচি না দিয়েই শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:৫৮ পিএম
নতুন কর্মসূচি না দিয়েই শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
শাহবাগের সমাবেশে বক্তব্য দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংবাদ প্রকাশ

নতুন কোনো কর্মসূচি ঘোষণা না দিয়েই রাজধানীর শাহবাগ মোড় ছাড়লেন আন্দোলনকারীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর সন্ধ্যায় শাহবাগ ছেড়ে শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসের দিকে চলে যান। এতে আগের অবস্থায় ফিরে আসে শাহবাগ মোড়। আবারও যান চলাচল শুরু হয়।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা বলছেন, তাৎক্ষণিক সিদ্ধান্ত জানানো না হলেও শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনকারীরা বলছেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে। কোটা সংস্কারের পরই আন্দোলন থেকে সরে আসবেন তারা।

এর আগে বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে পরে মিছিলসহ শাহবাগের দিকে অগ্রসন হন। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। একইসঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন। এতে মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কোটাব্যবস্থা সংস্কারের একদফা দাবির সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণায় বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করে সরকারি চাকরির সব গ্রেডে ৫ শতাংশ কোটা রেখে বাকি কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।

একই সঙ্গে নাহিদ ইসলাম দেশের বিভিন্ন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ডাক দেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধার মধ্যেই রাত নয়টা পর্যন্ত ঢাকার শাহবাগসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠিপেটা এবং কুমিল্লায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

গত বুধবার (১০ জুলাই) শিক্ষার্থীদের অবরোধে সারাদেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেড চলে। এ সময় সারাদেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা। সন্ধ্যার পর তারা নতুন কর্মসূচি ঘোষণা করে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

Link copied!