• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৩:৪২ পিএম
রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

কক্সবাজার আইকনিক রেলস্টেশন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে রাখাইন সম্প্রদায়ের তরুণীদের সঙ্গে ছবি তুলেছেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের ঝিলংজায় আইকনিক রেলস্টেশনে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রাখাইন শিল্পীদের একটি দল নাচ–গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টা ৪০ মিনিটে সুধী সমাবেশের মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে মতবিনিময় শেষে আইকনিক রেলস্টেশন ও রেলপথ উদ্বোধন করেন। পরে কাউন্টার থেকে টিকেট কেটে রেলে চড়ে রামু যান তিনি।
 

Link copied!