• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০২:৩৮ পিএম
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া বিভাগ থেকে জানিয়েছে, খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে দুইটা ৮ মিনিটে। এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করে। ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের শিকার বাসটি মিরপুর-যাত্রাবাড়ি রুটে চলাচল করে।

দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে ১৯ গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

Link copied!