• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

রাষ্ট্রপতির সঙ্গে দুদকের নবনিযুক্ত কমিশনারের সাক্ষাৎ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৩:৪৬ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে দুদকের নবনিযুক্ত কমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন আছিয়া খাতুন।

রোববার (২৩ জুলাই) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রপতি বলেন, “দেশব্যাপী দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার। দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, “উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

এছাড়া দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি। 

Link copied!