• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ১২:২৫ পিএম
গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। টার্মিনালে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ রাখা হয়েছে। নেই দূরপাল্লার যাত্রীদের ভিড়।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন বাস কাউন্টারের ব্যবস্থাপকরা জানান, যাত্রী সংকটের কারণে তারা বাস ছাড়তে পারছেন না। এ ছাড়া রাস্তায় সহিংসতার আশঙ্কা রয়েছে।

সরেজমিন দেখা যায়, গাবতলী টার্মিনালে গোল্ডেন লাইন, সাকুরা পরিবহন, জেএল লাইন, দর্শনা ডিলাক্স, সুবর্ণ পরিবহন, ইসলাম পরিবহন, সৌদিয়া পরিবহন ও স্টার এক্সপ্রেস বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। হানিফ, শ্যামলী ও সোহাগ পরিবহনের দু-একটি কাউন্টার খোলা। তবে এসব কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। আবার কিছু কাউন্টার থেকে বিকেলের পর যোগাযোগ করতে বলে দিচ্ছেন সেখানে থাকা ব্যক্তিরা।

হানিফ পরিবহনের একটি কাউন্টারের টিকিট বিক্রেতা রাজীব হোসেন বলেন, “অবরোধের কারণে যাত্রী একেবারে নেই। এখন বাস চলুক আর না-ই চলুক, কাউন্টার খোলা আমার ডিউটি। তাই খোলা রেখেছি।”

Link copied!