• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ফের পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বাংলাদেশে কী হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:০৬ পিএম
ফের পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বাংলাদেশে কী হবে
ভারতীয় পেঁয়াজ। ছবি : সংগৃহীত

পেঁয়াজ রপ্তানিতে ফের অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে এই ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ভারতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশে এর প্রভাব পড়বে কি না এ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন।

এছাড়া দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের উচ্চমূল্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের ওপর নির্ভরশীল। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে উচ্চমূল্যের সঙ্গে লড়ছে দেশগুলো।

মুম্বাইভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী বলেছেন, “ভারতের এমন পদক্ষেপের সুযোগে প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারকরা অনেক বেশি দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে। কেননা, তারা জানে ক্রেতাদের আর কোনও বিকল্প পথ নেই।”

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল।

Link copied!