• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘যে যা পারো নিজের খাদ্য উৎপাদন বাড়াও’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৪:৪৬ পিএম
‘যে যা পারো নিজের খাদ্য উৎপাদন বাড়াও’

খাদ্য উৎপাদন করে নিজেরটা নিজে ব্যবস্থা করার, সঞ্চয়ী এবং সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ অক্টোবর) সকালে গণভবনের ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “যখনই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা (শুরু) হলো, সারা বিশ্বে এটার একটা অর্থনীতিতে আঘাতটা আসল, কিন্তু শুধু আমাদের ওপরে না, পুরা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে ডেভেলপড কান্ট্রির ওপরেও এটার প্রভাবটা অনেক ব্যাপকভাবে পড়ল, যার জন্য আমি ইতিমধ্যে আমাদের সবাইকে বলছি, যার যেখানে যতটুকু জমি আছে, যে যা পারো নিজের খাবার উৎপাদন বাড়াও।”

শেখ হাসিনা বলেন, “সেখানে আমরা মানুষকে বলেছি, যে যা পারো, উৎপাদন করো; উৎপাদন করে নিজেরটা নিজে ব্যবস্থা করো, সঞ্চয় করো, সাশ্রয়ী হও।”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুখ্য সচিব আহমদ কায়কাউসের পাশাপাশি ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অনেকেই বৈঠকে উপস্থিত ছিলেন।
 

Link copied!