• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২,

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:১৮ পিএম
রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোর নিহত হন। নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

Link copied!