টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা গেছে ‘ধূমকেতু’ ছবিতে। প্রায় ১০ বছর পর মুক্তি পাওয়া এই সিনেমাটি (১৪ আগস্ট) দর্শকদের মধ্যে নস্টালজিয়া ফিরিয়ে এনেছিল। তবে ছবির মুক্তির পর দেবের এক মন্তব্য ঘিরে ফের বিতর্কের জন্ম দেয়, যা এখনো অনেক ভক্তের মনে রয়ে গেছে।
এক সাক্ষাৎকারে শুভশ্রী সম্পর্কে দেব বলেছিলেন— “শুভশ্রী এখন দুই বাচ্চার মা। তাই তাঁর মুখের সেই সারল্যটা আর নেই। ‘রূপা’-র মতো চরিত্রে তাঁকে নিতাম না।”
এই মন্তব্যের পরই দেবের ভক্তদের একাংশ তাঁর পক্ষে অবস্থান নিলেও, শুভশ্রীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে উদ্দেশ্য করে দেবের মন্তব্যকে ‘অশোভন’ বলে সমালোচনা হয়।
সম্প্রতি পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমার জীবনে যা করেছি, খুব সততার সঙ্গে করেছি। আমি যখন ধূমকেতুর প্রমোশনে ‘হ্যাঁ’ বলেছিলাম, সেটা মন থেকে করেছি। আমাদের দুজনকে দেখে অনেক দর্শক কেঁদেছেন— আমার মনে হয়েছে, আর কী চাই! ইন্ডাস্ট্রির কেউ আমাদের জুটিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেনি, কিন্তু দর্শকরাই রেখেছে।”
তিনি আরও বলেন, “তাই আমাদের দেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। সেটাকে আমি কখনও অসম্মান করতে পারি না।”
শুভশ্রী বলেন, “দেবের সেই ইন্টারভিউ আমি দেখেছি। আমার মনে হয়েছে, ও না বুঝেই বলেছিল। কিন্তু ওর কথাগুলো অনেক মানুষকে এখনও আঘাত দেয়।”
অভিনেত্রী মনে করেন, একজন পাবলিক ফিগার হিসেবে নিজেদের বক্তব্য খুব ভাবনা-চিন্তা করেই প্রকাশ করা উচিত।
“আমরা শুধু কাজ দিয়ে নয়, কথার মাধ্যমেও মানুষের মনে থেকে যাই। একজন নারী হিসেবে আমাকেও নিজের কথা বলতে হয়েছে, কারণ অনেকেই আমার জন্য আওয়াজ তুলেছিলেন।”
দেবের সঙ্গে ভবিষ্যতে আবার কাজ করা প্রসঙ্গে শুভশ্রী বলেন, “এটার জন্য বড় পরিচালক-প্রযোজকদের এগিয়ে আসতে হবে। যদি বাণিজ্যিকভাবে দেখা যায়, কেন নয়! আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমার মুখে এখন ইনোসেন্স নেই, তাতেও সমস্যা নেই।”