• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

আবারও শৈত্যপ্রবাহ, হতে পারে ঝড় বৃষ্টি


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:৫২ পিএম
আবারও শৈত্যপ্রবাহ, হতে পারে ঝড় বৃষ্টি

হিমালয়ের কাছাকাছি জেলা দিনাজপুরে শৈত্যপ্রবাহ যেন কমছেই না। সপ্তাহ জুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে বিরাজ করলেও আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এই জেলা। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫২ ডিগ্রি সেলসিয়াস আর সপ্তাহের ব্যবধানে কমেছে ৫ ডিগ্রি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ২৯ জানুয়ারি ১১ দশমিক ৬ ডিগ্রি, ৩০ জানুয়ারি ১৩ দশমিক ৬ ডিগ্রি এবং গত ৩১ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস।

এ বিষয়ে জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এই মাসে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মাসের শেষের দিকে ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।” 

Link copied!