• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এডিস মশার বিস্তার ঠেকাতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০২:৫১ পিএম
এডিস মশার বিস্তার ঠেকাতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

এডিস মশার বিস্তার ঠেকাতে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযান শুরুর পর ওয়ারীর একটি বাড়িতে প্রবেশ করে সেখানে কোনো লার্ভা না পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন ভ্রাম্যমাণ আদালতের ১৩ সদস্যের দল। পরে ওয়ারীর টিপু সুলতান রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ে একটি নির্মাণাধীন বাড়ির সামনে পানির ট্যাংকে এডিস মশার প্রজনন ক্ষেত্র খুঁজে পান তারা। তাৎক্ষণিক বাড়ির কেয়ার টেকার রুহুল আমিনকে ডেকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউল্লাহ।

সম্প্রতি চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তারই অংশ হিসেবে শুরু হয়েছে এই অভিযান। এডিস মশা বংশবিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে। জনগণের অসচেতনতার কারণে বাসাবাড়িতে বিভিন্নভাবে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করছে।

Link copied!