• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনার প্রথম-দ্বিতীয় ডোজের ক্যাম্পেইনের সময় বাড়ল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:১৯ পিএম
করোনার প্রথম-দ্বিতীয় ডোজের ক্যাম্পেইনের সময় বাড়ল

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান প্রথম ও দ্বিতীয় ডোজের ক্যাম্পেইনের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইনবিষয়ক এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানিয়েছেন।

আহমেদুল কবির বলেন, “সোমবার করোনা টিকার ক্যাম্পেইন শেষ হওয়ার কথা থাকলেও সরকারি ছুটি ও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও তিন দিন এই কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর পর্যন্ত বাদ পড়া ব্যক্তিরা নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে পারবেন।

এরই মধ্যে গত ছয়দিনে ১ কোটিরও বেশি মানুষ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ২ হাজার ৪৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬৩৮ জনকে।

আহমেদুল কবির আরও বলেন, “আগের চেয়ে বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। টিকাদানে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। তবে, গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা খুবই কম। তাই কেউ যাতে বাদ না পড়ে সেজন্য নতুন করে আবারও সময় বাড়ানো হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!