• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সমাবেশের স্থান পরিবর্তন করল বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:৩০ পিএম
সমাবেশের স্থান পরিবর্তন করল বিএনপি

পূর্ব নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী হাতিরঝিলের লেকপাড়ে সমাবেশ করবে দলটি।

রোববার (২৫ সেপ্টেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, “রোববার দুপুর আড়াইটায় বাড্ডা মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটি সংলগ্ন দলের যে সমাবেশ কর্মসূচি ছিল তার স্থান পরিবর্তন করা হয়েছে। এ স্থানের পরিবর্তে বাড্ডা হাইস্কুল সংলগ্ন গুলশান-হাতিরঝিল লেকের পাড় গুদারা ঘাটে সমাবেশ অনুষ্ঠিত হবে।”

ঢাকা মহানগর উত্তর বিএনপি-বাড্ডা জোন আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!