• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

সূত্রাপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:১৪ এএম
সূত্রাপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

রোকন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন  মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে তিনটার দিকে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন বিন রহমান বলেন, “তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের (৩ জন) অবস্থাও আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

Link copied!