• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২, ১৭ রবিউস সানি ১৪৪৭

মধ্যরাতে বোরকা পরে এসে ৫০০ ভরি স্বর্ণ লুট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৫৫ পিএম
মধ্যরাতে বোরকা পরে এসে ৫০০ ভরি স্বর্ণ লুট
ছবি : সংগৃহীত

মালিবাগে একটি দোকানের শাটারের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়েছে। ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি করেছেন ‘শম্পা জুয়েলার্স’ নামের ওই দোকানের মালিক। বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের লেভেল ২-এর ৩৪ নম্বর দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুজন চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে দোকানে ঢুকছে।

দোকানটির মালিক অচিন্ত্য কুমার জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরির জুয়েলারি এবং ১০০ ভরির বন্ধকি স্বর্ণসহ প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। পরে সকালে দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি, সব খালি।’

খবর পেয়ে রমনা থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তে কাজ শুরু করেছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল মাঠে নেমেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থাও তদন্ত করা হচ্ছে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এ চুরির কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

Link copied!