• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২, ১৭ রবিউস সানি ১৪৪৭

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস-ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৯:২৫ এএম
গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস-ইসরায়েল
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়েই রাজি হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘শান্তি চুক্তির অর্থ হলো খুব শিগ্‌গিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।’ 

এদিকে এক বিবৃতিতে হামাস জানায়, গাজার যুদ্ধের অবসান, সেখান থেকে দখলদারদের প্রত্যাহার, সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্তাবলি নিয়ে একটি চুক্তি হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য তার সরকারকে আহ্বান জানাবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২১৯ জন নিহত হন। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ৪৭ জন এখনো জিম্মি। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ওই দিন থেকেই গাজায় টানা বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হন। এর মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু।

Link copied!