ময়মনসিংহের নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানার মালিক বোরহান উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।
গত ২০ এপ্রিল ভোরে ওই কারখানায় আতশবাজি তৈরির সময় বারুদ ও রাসায়নিক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫)। পরদিন কারখানার মালিক বোরহান উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং হত্যা মামলা করা হয়। দুই মামলাতেই কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কারাখনার বর্ণনা দিয়ে বিশেষ পুলিশ সুপার জানান, ৫০ জন শ্রমিক কাজ করতেন ওই কারখানায়। ১৫ থেকে ২০ বছর ধরে অবৈধভাবে ওই কারখানাটি পরিচালনা করে আসছিলেন বোরহান উদ্দিন। কারখানায় বিভিন্ন ধরনের আতশবাজি তৈরি করে আশপাশের এলাকায় বিক্রি করা হতো। দুর্ঘটনার দিন রাতের শিফটে কাজ করছিলেন নিহত ওই দুই নারী।



































