• ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভূমিকম্প: ‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৭:২১ পিএম
ভূমিকম্প: ‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে আঘাত হানা কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হঠাৎ ভূমি কাঁপতে শুরু করলে ঢাকাসহ সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে দ্রুত বের হয়ে আসেন। এমন পরিস্থিতিতে অপ্রস্তুত অবস্থায় অনেক নারী বাড়ি থেকে বের হতে বাধ্য হন—আর এই বাস্তবতাকেই তুলে ধরে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর নিজের ফেসবুক আইডিতে চমক লেখেন— “মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর তিনি সংক্ষিপ্তভাবে যোগ করেন— “ভূমিকম্প ফ্যাক্ট।”

তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই চমকের বক্তব্যের সঙ্গে একমত হলেও, অন্যরা মনে করিয়ে দেন—জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার।

এক নেটিজেন মন্তব্য করেন, “জান বাঁচানো ফরজ। ওড়না পরে নামার আগে জীবনটাই আগে।” কেউ কেউ আবার উল্লেখ করেন, বাসায় নিরালায় থাকা অবস্থায় ওড়না ছাড়া থাকা নারীদের জন্য এ ঘটনাটি পরোক্ষে একটি ‘সচেতনতামূলক বার্তা’ হিসেবে দেখা যেতে পারে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!