ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাতবোমা ফাটানো হয়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলানগর থানার ওসি ইমাউল হক জানিয়েছেন।
তিনি বলেন, “বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি।”
পুলিশ আশপাশের সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানান।
কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার মধ্যে সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচ জায়গায় ককটেল হামলার খবর দিল পুলিশ।
এদিন ভোর পৌনে ৪টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।
এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল ৭টা ১০ মিনিটের দিকে।
এছাড়া ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯/এ ইবনেসিনা হাসপাতালের সামনে সকাল ৭টার দিকে ককটেল ফাটানো হয়।
এছাড়া সারা দিনে অন্তত তিনটি বাস পোড়ানো হয়েছে। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালের সামনের সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয় হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
এরমধ্যে ককটেল হামলার ঘটনায় ‘ছাত্রলীগের’ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
































