সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা না হওয়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না।
আগামী সপ্তাহের শুরুতে এ ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পিএসসি।
বুধবার (২৮ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ইতোমধ্যে ৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসির পরীক্ষা (ক্যাডার) নিয়ন্ত্রক নূর আহমদ বৃহস্পতিবার (২৯ জুলাই) বলেন, “কমিশনের অনুমোদন না হওয়ায় আজ বৃহস্পতিবার তা প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহে কমিশনের সভা নির্ধারণ করা হয়েছে। সেখানে অনুমোদন দেওয়া হলে আগামী সপ্তাহের যে কোনো দিন তা প্রকাশ করা হবে।”
পিএসসি সূত্রে আরও জানা গেছে, পিএসসি আগামী রোববার (১ আগস্ট) বিশেষ সভার দিন নির্ধারণ করেছে। সেখানে ফল প্রকাশের বিষয়টি উপস্থাপন করা হবে। সভায় থেকে অনুমোদন পাওয়া গেছে আগামী রোববার বিকেলে তা প্রকাশ করা হবে।
পিএসসি গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে, চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩২৩ জন প্রশাসনে, ৬৪২ জনকে সাধারণ ক্যাডারে, ৬১৯ জনকে প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে এবং ৮৯২ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।