• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

১ জুলাই থেকে বৈধ ফোন যাচাই শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৩৭ পিএম
১ জুলাই থেকে বৈধ ফোন যাচাই শুরু

জুলাইয়ের ১ তারিখ থেকে নতুন যেসব হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে যুক্ত হবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর- এর মাধ্যমে নিবন্ধন যাচাই করবে বিটিআরসি। এছাড়াও দেশে এরইমধ্যে চালু থাকা অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানায় বিটিআরসি।

বিআরটিসি সূত্রে জানা যায়, ফোনের নিবন্ধন যাচাই করা হবে। ফোন বৈধ হলে চালু থাকবে। আর অবৈধ হলে গ্রাহককে এসএমএস দিয়ে সতর্ক করা হবে। ক্রয় রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ে জমা দিতে হবে। জমা দিতে ব্যর্থ হলে হ্যান্ডসেটটি বন্ধ করে দেওয়া হবে।

চালু থাকা অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটগুলো গ্রাহকের স্বার্থে বন্ধ করবে না বিটিআরসি। তবে পহেলা জুলাইয়ের পর অনিবন্ধিত হ্যান্ডসেট চালু করলেই গ্রাহকের কাছে সেটির বৈধ কাগজপত্র চাইবে বিটিআরসি। 

বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, "প্রথম কথা হচ্ছে ৩০ জুন পর্যন্ত যেমন আছে ১ জুলাই তেমনভাবেই চালু থাকবে। জিনিসটা বন্ধ হচ্ছে না। বিটিআরসি’র এনইআইআর সিস্টেমের সাথে ওই সেটের ইএমআই ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে যায় তাহলে ঠিক আছে, যদি না করে, তখন আপনাকে ১০ দিন সময় দেয়া হবে এর মধ্যে মেসেজ যাবে যে এই এই ডকুমেন্ট সাবমিট করুন। যদি ম্যাচ না করে তখন সংযোগ বিচ্ছিন্ন হবে।"   

তিনি আরও জানান, ব্যবহৃত হ্যান্ডসেট অন্য কাউকে দিতে চাইলে নিবন্ধন বাতিলের আবেদন করতে হবে গ্রাহককে। তারপর অন্য সিম দিয়ে আরেকজন সেটি ব্যবহার করতে পারবে। হ্যান্ডসেটে দুটো সিম স্লট থাকলে- দুটো সিমের বিপরীতেই হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য কোনো টাকা বা ফি দিতে হবে না। এমন উদ্যোগে হ্যান্ডসেট চুরি বা হারিয়ে গেলে অন্য কেউ সেটি ব্যবহার করতে পারবে না। 

দেশে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের বাজার প্রায় আড়াই হাজার কোটি টাকার। শুল্ক ফাঁকি দিয়ে এসব হ্যান্ডসেট আমদানির কারণে প্রতি বছর ১ হাজার কোটি টাকার রাজস্ব হারায় সরকার।

Link copied!