• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘শিশুর ঘোষণায় রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:২৭ পিএম
‘শিশুর ঘোষণায় রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না’

শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না বলে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কে দুস্থদের মধ্যে খাদ্যপণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এ কথা বলেন।

একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে বলে জানান জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেছেন, “জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।”

জি এম কাদের বলেন, “সন্ধ্যায় (গতকাল বুধবার) পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই তার।” 

পার্টিকে দক্ষতার সঙ্গে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন রওশন এরশাদ বলে উল্লেখ করেন তিনি।

বাজেট প্রসঙ্গে জি এম কাদের বলেন, “ছয় লাখ কোটি টাকার বিশাল বাজেট আমাদের। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে দেশে। কিন্তু করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থসংকটে পড়েছে। বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের (কর) টাকায়। এই টাকার মালিক দেশের জনগণ।”

Link copied!