রাজধানীর বংশালে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় ১০ টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।”
এর আগে সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার ২ নম্বর আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি রাসায়নিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।