• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৭২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০২:৫৭ পিএম
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৭২
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৮৫৭ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন ও ১১১ কেজি ১৫৬ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে জানায় ডিএমপি।

জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Link copied!