• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পবিত্র আশুরা ২০ আগস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৮:৩৯ পিএম
পবিত্র আশুরা ২০ আগস্ট

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশের কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

১১ আগস্ট থেকে শুরু হচ্ছে হিজরি মহররম মাস। ফলে ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬৮০ খ্রিষ্টাব্দে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)। শোকাবহ এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আশুরা পালিত হয়। 

এছাড়া ইসলামের আশুরা তথা ১০ মহররমের আরও তাৎপর্য রয়েছে। মহররমের দশম দিনটি হজরত আদম (আ.), নূহ (আ.) ও ইবরাহিম (আ.)-এর বহু স্মরণীয় ঘটনার জন্যও তাৎপর্যপূর্ণ। আশুরার দিনসহ এর আগের বা পরদিন মোট দুদিন রোজা থাকার বিষয়েও ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ও আশুরার তারিখ নির্ধারণ করা হয়।

Link copied!