• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

জনশুমারির জন্য কেনা হবে প্রায় ৪ লাখ ট্যাব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৩:২১ পিএম
জনশুমারির জন্য কেনা হবে প্রায় ৪ লাখ ট্যাব

প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হতে যাচ্ছে জনশুমারি। তাই দেশের জনসংখ্যা গণনার এ কাজের জন্য কেনা হবে প্রায় চার লাখ ট্যাবলেট পিসি (ট্যাব)। ইতোমধ্যে ট্যাব কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হলেও ত্রুটির কারণে সেটি ফেরত পাঠানো হয়। তবে বুধবার (২৭ অক্টোবর) প্রস্তাবটি ফের সংশোধন করে অনুমোদনের জন্য কমিটিতে তোলা হবে বলে জানা গেছে।

এছাড়া চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে জনশুমারি শুরু করতে চায় পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থার কর্মকর্তারা জানান, শুমারি শুরুর অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই জনসংখ্যা গণনার কাজ শুরু হবে। তবে এবারের শুনানি যেহেতু ডিজিটাল পদ্ধতিতে হবে, সে জন্য ট্যাব কেনার অনুমোদনও জরুরি।

আইন অনুযায়ী, প্রতি ১০ বছরর পর পর জনসংখ্যা গণনা করতে হয়। চলতি বছরের শুরুতে জনশুমারি করার কথা থাকলে করোনার কারণে সেটি পিছিয়ে যায়। পরে অক্টোবরে জনশুমারি করার পদক্ষেপ নেওয়া হলে ট্যাব কেনার জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে চলতি বছরের মধ্যে জনশুমারি করার আইনী বাধ্যবাধকতা থাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে জনসংখ্যা গণনার কাজ শুরুর চেষ্টা করা হচ্ছে। 

বিবিএস জানায়, এবারের জনশুমারি ডিজিটাল পদ্ধতিতে হবে। তাই ৩ লাখ ৯৫ হাজার ট্যাব সংগ্রহের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এর প্রেক্ষিতে দুটি দরপত্র জমা পড়লেও সেগুলোতে ত্রুটির কথা বলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা ফিরিয়ে দেয়। তাই পুনরায় সংশোধন করে বুধবার প্রস্তাব উত্থাপন করা হবে।

আগে জনশুমারির নাম ছিল আদমশুমারি। ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়। যা পাস হয় জাতীয় সংসদে।
 

Link copied!