আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে এবার দেশীয় বাজারে চিনির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিকেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তে থাকায় প্রতিকেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে তাদের পক্ষ থেকে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছিল তারা।
সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামন বলেন, “চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে পাঁচ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।”
তবে বাংলাদেশে বছরে চিনির মোট যে চাহিদা রয়েছে, দেশে উৎপাদন হয় তার চেয়েও কম। ফলে ঘাটতি মেটাতে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকে অপরিশোধিত চিনি আমদানি করেন বেসরকারি আমদানিকারকরা।