• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৩:২২ পিএম
আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোহাম্মদ হোসাইনকে (৩১) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘‘গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে সোমবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে।’’ 

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘‘মোহাম্মদ হোসাইন সোশ্যাল মিডিয়া ও এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের জঙ্গিবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে আসছিল। এছাড়া সে দীর্ঘদিন ধরে ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, নাশকতামূলক কার্যক্রম এবং ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’ এর মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিল।’’

গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন এবিটির সদস্য পদ গ্রহণ, সমর্থন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান অ্যান্টি টেররিজম ইউনিটের এই কর্মকর্তা।

Link copied!